সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় বল ক্লে ল্যাম্প জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৩টার দিকে বিজিবির একটি টহল দল কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার কেজি ভারতীয় বল ক্লে ল্যাম্প জব্দ করে। জব্দকৃত ল্যাম্পের মূল্য আনুমানিক প্রায় ২৫ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসআর