ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যুব উন্নয়ন ক্লাবের নানা আয়োজন

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
বগুড়ায় যুব উন্নয়ন ক্লাবের নানা আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার শহরদীঘি যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে নানা অনুষ্ঠান করা হয়েছে। এরমধ্যে ছিল প্রীতিভোজ, র‌্যাফেল ড্র ও সংবর্ধনা।



 শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উপদেষ্টা মতিউর রহমান বুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।

এছাড়া অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ক্লাবের উপদেষ্টা ইউপি সদস্য প্রভাষক রুবেল উদ্দীন মণ্ডল, প্রভাষক সাইফুল ইসলাম, শাহীনুর রহমান শাহীন, শফিকুর রহমান, ফরহাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জন্মান্ধ বাচ্চু মিয়া দম্পত্তির বসতবাড়ি নির্মাণের জন্য ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। সঙ্গে আত্মকর্মসংস্থানের জন্য পরবর্তীতে এই দম্পতিকে একটি দোকানঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় ক্লাব সদস্যরা জন্মান্ধ দম্পতির বসতবাড়ি নির্মাণের ৩০ হাজার টাকা দেন।

 শেষে প্রধান অতিথিসহ অন্যরা র‌্যাফেল ড্র’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।