ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসসহ তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার তোফাজ্জল হোসেন মানিক ওরফে তাতাল মমানিক মোহাম্মদপুর থানা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী।
তার কাছ থেকে একটি বিদেশি নাইন-এম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টায় মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার গ্লাস কারখানা সংলগ্ন বুলুর গ্যারেজের সামনে থেকে মানিককে অাটক করা হয়।
সন্ত্রাসী মানিকের নামে রাজধানীর বেশ ককেয়কটি থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে বলেও জানান তিনি।
তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওসি জামাল উদ্দিন মীর।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসজেএ/জেডএস