ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় তরুণ অপহরণের সময় অপহরণকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
কুমিল্লায় তরুণ অপহরণের সময় অপহরণকারী আটক

কুমিল্লা: কুমিল্লা নগরীর শাকতলা থেকে অপূর্ব সরকার (১৯) নামে এক তরুণকে অপহরণের সময় অপহরণকারী আরিফুর রহমানকে (২৯) আটক করেছে কুমিল্লা ৠাব-১১, সিপিসি-২ সদস্যরা।

অপহরণকারী আরিফুর রহমান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকার সাদেক মিয়ার ছেলে।

অপূর্ব সরকার কুমিল্লা বরুড়া উপজেলার স্বপন সরকারের ছেলে।

ৠাব-১১, সিপিসি-২’র ডিএডি মো. নুর হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শাকতলার কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে অপূর্ব সরকারকে অপহরণের চেষ্টার সময় শীর্ষ সন্ত্রাসী আরিফুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।

আটক অপহরণকারী উক্ত এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।