ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ভণ্ড পীরের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
মধুপুরে ভণ্ড পীরের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় এক ওরস উপলক্ষে দাওয়াত কার্ডে মহানবী (সা.) ও তার বাবাকে নিয়ে মিথ্যা তথ্য উল্লেখ করায় কথিত এক পীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।



মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে ঘটনাটি ঘটে।

এদিকে, গ্রামবাসীর বিক্ষোভের মুখে এলাকা ছেড়েছেন ওই গ্রামের মৃত বক্তার খানের ছেলে ভণ্ডপীর আব্দুল আলীম খান।

এলাকাবাসী অভিযোগ করেন, কিছুদিন আগেও আলীম খান বিভিন্ন এলাকায় ফেরি করে ভাঙারি জিনিস ক্রয়-বিক্রি করতেন। হঠাৎ তিনি পীরের বেশ ধরেন। গত ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার নিজ বাড়িতে আয়োজিত বার্ষিক ওরসকে কেন্দ্র করে একটি দাওয়াত পত্র ছাপেন।

ওই দাওয়াত পত্রে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার বাবা এবং অন্য নবী রাসুল সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করেন।

বিষয়টি বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নজরে এলে শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদে মসজিদে এ নিয়ে আলোচনা হয়। পরে নামাজ শেষে মুসল্লিরা ওই ভণ্ড পীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।  

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জেনেছি। তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।