ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাদকাসক্ত ব্যক্তির ছুরিকাঘাতে বাকৃবি’র শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
মাদকাসক্ত ব্যক্তির ছুরিকাঘাতে বাকৃবি’র শিক্ষার্থী আহত

ময়মনসিংহ: টাকা না দেওয়ায় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজুয়ান রাশিক (২০) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে মাদকাসক্ত দুই ব্যক্তি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বীণা) পেছনের সড়কে এ ঘটনা ঘটে।



আহত রাশিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাকির হোসেন জানান, অন্ধকার সড়কে ওই শিক্ষার্থীকে পেয়ে বহিরাগত দুই মাদকাসক্ত টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর ফলে তারা ওই শিক্ষার্থীর কোমরের নিচে ছুরিকাঘাত করে।

বিশ্ববিদ্যালয়ের আবুল বাশার মেরাজ নামের এক শিক্ষার্থী ফেসবুক স্ট্যাটাসে জানান, আহত রাশিক বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-৩, সেমিস্টার-২ এর শিক্ষার্থী। সে ফজলুল হক হলের আবাসিক ছাত্র।

তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত ঘটনায় ওই শিক্ষার্থী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমএএম/জেডটস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।