সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ৫শ’ ৯০ বোতল ফেনসিডিলসহ ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গেলাচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে ফেনসিডিলসহ ট্রাক চালক আলী আকবরকে (৪২) আটক করে পুলিশ।
আটক ট্রাক চালক টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাজিপুর উত্তরপাড়া গ্রামের মৃত মুছা শেখের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাকে থাকা ৫শ’ ৯০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ চালক আলী আকবরকে আটক করা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জেডএস