ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী উদ্ধার, গৃহকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বরিশালে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী উদ্ধার, গৃহকর্তা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল নগরীর কালুশাহ সড়ক থেকে মুক্তা (৯) নামের এক নির্যাতিত শিশু গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর স্থানীয়দের সহায়তায় ওই নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশ।



শিশুটির মায়ের নাম তাছলিমা। তাদের বাড়ি ভোলা জেলায় বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। বাবা পেশায় মাঝি।

এদিকে, নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা নুরুল আহাদ রানাকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।

উদ্ধারের পর মুক্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে বর্তমানে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

কালুশাহ সড়কের বাসিন্দা তৌহিদুর রহমান ছাবিদ জানান, সন্ধ্যায় সড়কের পাশে দাঁড়িয়ে শিশুটি কাঁদছিল। পরে শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন দেখে পুলিশে অবহিত করা হয়।

খবর পেয়ে মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে আসেন।

এসআই জানান, শিশুটি ২ বছর ধরে নূরুল আহাদ রানার বাসায় কাজ করছিল। জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিভিন্ন সময় শিশুটিকে নির্যাতন করা হতো। আজও রানা ও তার স্ত্রী নুসরাত পিংকি শিশুটিকে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

খবর পেয়ে গৃহকর্তা রানাকে আটক করা হয়েছে। তবে গৃহকত্রী নুসরাত পিংকিকে পাওয়া যায়নি।

এ ঘটনায় রানা এবং তার স্ত্রীকেও আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই দেলোয়ার।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।