সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকা থেকে ৬ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় মারবেল পাথর ভর্তি চারটি কার্ভাড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মারবেল পাথরগুলো জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বন্দর এলাকা থেকে ৭৬ টন আমদানি নিষিদ্ধ মারবেল পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত মারবেল পাথরের মূল্য প্রায় ৬ কোটি ৫৬ লাখ টাকা।
তবে, এ সময় সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেডএস