ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহের তিন রুটে ট্রেন চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ময়মনসিংহের তিন রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ: প্রায় ১০ ঘণ্টা পর ময়মনসিংহের তিন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টা থেকে ময়মনসিংহ-জারিয়া, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।



ময়মনসিংহ কেওয়াটখালী লোকশেডের লোকমেটিভ ইন্সপেক্টর আব্দুল আউয়াল রাত ১১টায় বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে দুপুর ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের কাছে ২৬১ আপ লোকাল ট্রেনের ইঞ্জিন ও একটি বগির লাইনচ্যুতির ঘটনা ঘটে। এর ফলে ওই তিন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বিকেল সোয়া ৩টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ময়মনসিংহ কেওয়াটখালী লোকশেডের লোক বিভাগের প্রায় ৪৫ সদস্যের কর্মী বাহিনী।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।