নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর বক্তাবলী ঘাট এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফতুল্লা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, মরদেহের গলাকাটা রয়েছে। বয়স আনুমানিক ৪০ এর বেশি। পরনে নীল রঙের গেঞ্জি।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেডএস