ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাণিজ্য মেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দর্শনার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
সিরাজগঞ্জে বাণিজ্য মেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দর্শনার্থী আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাণিজ্যমেলায় আসা এক দর্শনার্থী আহত হয়েছেন। এসময় ওই দর্শনার্থীর কাছ থেকে মোবাইল ও নগদ ৬শ’ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।



শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আয়োজিত মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।

আহত দর্শনার্থী আব্দুল্লাহ মোল্লা (৩২) সদর উপজেলার রান্ধুনীবাড়ী গ্রামের মৃত শামসুল মোল্লার ছেলে। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

আহত আব্দুল্লাহ মোল্লার ভাতিজা আব্দুল মমিন জানান, সন্ধ্যায় তারা চাচা-ভাতিজা মেলা দেখতে আসেন। রাত সাড়ে ৮টার দিকে তাকে রেখে চাচা মেলার পুর্বপাশে গেলে দুই যুবক ছুরি দিয়ে আঘাত করে। এ সময় চাচার কাছ থেকে একটি মোবাইল ও নগদ ৬শ’ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, আহত আব্দুল্লাহ মোল্লার বুকের ডান পাশে এবং হাতের ২টি আঙুলে ছুরিকাঘাত করা হয়েছে। বুকের ক্ষত গুরুতর হওয়ায় অস্ত্রপচার করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।