দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জের বিনোদনগর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরী।
এঘটনায় বিয়ে করতে আশা বর মো. কামরুজ্জামানকে (২৩) শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
কামরুজ্জামান উপজেলার কাঁচদহ মধ্যপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ এ রায় দেন।
এর আগে বিকেলে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বর কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসেন ভ্রাম্যমাণ আদালত।
বাল বিয়ে থেকে রক্ষা পাওয়া কিশোরী উপজেলার বিনোদনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
দিনাজপুর নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদ পেয়ে ইউএনও’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানোর আগেই কনে ও বর পক্ষের সবাই আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বরকে আটক করে থানায় নিয়ে আসলে রাতে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত কামরুজ্জামানকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেডএস