চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুকুরিয়া এলাকায় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার মৃত বদরূল ইসলাম মিঞার ছেলে নাসিম আহম্মেদ (৫০)।
এলাকাবাসী জানান, শুক্রবার রাত ৯টার দিকে কানসাট থেকে মোটরসাইকেল যোগে নাসিম ও তার সঙ্গী চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে মহাসড়কের পুকুরিয়া নামক স্থানে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারেন। এসময় চালক নাসিম ঘটনাস্থলেই মারা যান ও অপর আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা ২ জনকেই উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত জোহরুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেডএস