চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৭ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের ফজলুল হকের ছেলে শহিদুল ইসলাম ওরফে জহুরুল (২৫)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নাচোল উপজেলার ধানসুরায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে জহুরুলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাচোল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
জেডএস