গাজীপুর: গাজীপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মালবোঝাই একটি লরিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে লড়িতে থাকা ইঞ্জিন ও কাগজের রুল পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি লরি কাগজের রুল নিয়ে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় মাল্টিপ্লাজা ইন্ডাট্রিজ লিমিটেড কারখানায় যাচ্ছিল। কারখানার ভেতর ঢোকার আগ মুহূর্তে বিদ্যুতের তার ছিঁড়ে লরিটির উপর পড়ে আগুন ধরে যায়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএস/এমজেএফ/