ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে দোকানের গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
শ্রীপুরে দোকানের গুদামে আগুন

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় একটি স্টেশনারি দোকানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় কাজি ফিলিং স্টেশনের পাশে নূর পেপার হাউজ নামে স্টেশনারি দোকানের ওই গুদামে আগুনের সূত্রপাত হয়।



শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই গুদামের মালামাল পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
 
গুদামে থাকা মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেনন দোকানের মালিক শান্ত নূর।
 
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।