কক্সবাজার: টেকনাফের হ্নীলার স্লুইচ পাড়াস্থ হোয়াব্রাং সীমান্ত থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার রাত ১১টার দিকে হ্নীলার স্লুইচ পাড়াস্থ জনৈক নানীর বাড়ির নিকটবর্তী সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বাংলানিউজকে জানান, উদ্ধার করা ইয়াবা ধ্বংস করা হবে।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
টিটি/আইএসএ/টিসি