গাজীপুর: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর খাঁ পাড়া এলাকায় দুটি স মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া বাংলানিউজকে জানান, সকালে টঙ্গীর এরশাদনগর খাঁ পাড়া এলাকায় আমেনা এন্টারপ্রাইজ নামে একটি স মিলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশে আরেকটি স মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছিলো। তৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি সেলিম।
বাংলাদেশ সময়: ১০৯৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এএটি/এটি