বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভিনা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার পাকশিয়া বাজার থেকে যশোর মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করে।
তিনি পাকশিয়া গ্রামের ফুলসুদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদে যশোর মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শার্শার পাকশিয়া বাজারে অভিযান চালায়। এসময় পারভিনা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
শার্শা থানার উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসএইচ