ঢাকা: রাজধানীর ওয়ারী থানাধীন একটি ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে পাশের ভবনে যাওয়ার সময় নীচে পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি কোনো অসৎ উদ্দেশ্যে ৬ তলা ভবনে উঠেছিলো। পরে কেউ তাকে দেখে ফেলায় সে লাফ দিয়ে পাশের ভবনে যাওয়ার সময় নীচে পরে যায়।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এজেডএস/আরএইচএস/এটি