ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে ভবন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ওয়ারীতে ভবন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর ওয়ারী থানাধীন একটি ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে পাশের ভবনে যাওয়ার সময় নীচে পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ৭টার দিকে ওয়ারীর ভগবতী ব্যানার্জী সড়ক থেকে অচেতেন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি কোনো অসৎ উদ্দেশ্যে ৬ তলা ভবনে উঠেছিলো। পরে কেউ তাকে দেখে ফেলায় সে লাফ দিয়ে পাশের ভবনে যাওয়ার সময় নীচে পরে যায়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এজেডএস/আরএইচএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।