বগুড়া: বগুড়ার বনানী লিচুতলা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবী যুবককে আটক করেছে পুলিশ।
আটক মাদকসেবীরা হলেন, উপজেলার মাঝিড়া বারুনী ঘাটা এলাকার সামসুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩২) ও রহিমাবাদ উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে আরিফুল ইসলাম (২৮)।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে লিচুতলা এলাকায় অভিযান চালিয়ে হামিদুল ইসলাম ও আরিফুল ইসলামকে আটক করে পুলিশ।
শনিবার সকালে আটকদের ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই ফজলুল।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/এএটি/এমজেএফ/