সিলেট: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারি ইউনিয়নের মিরেরগাঁওয়ে স্থানীয়রা ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মিরেরগাঁওয়ে ডাকাতি করতে আসে ১৪/১৫ জনের একটি ডাকাত দল।
আটক ডাকাত সাবুল মিয়া (৩৫) নগরীর মধুশহীদ এলাকার বাসিন্দা।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে মিরেরগাঁও গ্রামের মহরম আলীর বাড়িতে ১৪/১৫ জনের এক দল ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ডাকাতরা পালাতে শুরু করেন। জনতা ধাওয়া করে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তিনি আরও জানান, আটক ডাকাত সাবুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এনইউ/এএটি/এমজেএফ/