ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ডাকাতির চেষ্টাকালে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
পাবনায় ডাকাতির চেষ্টাকালে আটক ১ ছবি: প্রতীকী

পাবনা: পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজারে মতিউর রহমান মন্টু (৩৫) নামে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলকাবাসী।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

আহত মন্টুকে গুরুতর অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাত মতিউর রহমান মন্টু উপজেলার মজিদপুর গ্রামের আলেফ খাঁর ছেলে।

পাবনা সদর থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বাংলানিউজকে জানান, গভীর রাতে ৭/৮ জনের সংঘবদ্ধ দল স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে ডাকাতি করতে যায়। ডাকাতরা বাড়ির মালিক রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় রবিউলের মেয়ে রাইসা ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে মেয়ে রাইসা পেছন থেকে এক ডাকাতকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন।

এসময় বাড়ির নারীসহ সবাই মন্টুকে ঝাপটে ধরে ডাকাত ডাকাত বলে চিৎকার দিতে থাকেন। চিৎকার শুনে বাড়ির আশে পাশের লোকজন এগিয়ে এলে অন্য ডাকাতরা ভয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ডাকাত মন্টুকে মারপিট করে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ আহত অবস্থায় মন্টুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।   

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।