ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সিংগাইরে ট্রাকচাপায় হেলপারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
সিংগাইরে ট্রাকচাপায় হেলপারের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের বড়বাকা দক্ষিণপাড়া এলাকায় ট্রাকের চাকার নিচে পড়ে হাবিল মিয়া (১৪) নামে এক হেলপার নিহত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত ট্রাক হেলপার বড়বাকা দক্ষিণ পড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।

সিংগাইর থানার উপ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাংলানিউজকে জানান, সকালে ট্রাকে উঠার সময় হাত পিছলে গেলে চাকার নিচে পড়ে ঘনাস্থলেই মারা যায়। বিষয়টি নিয়ে তারা নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে মরদেহ দাফন করবে বলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।