নারায়ণগঞ্জ: মহানগর সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি স্বপনকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
হত্যার তিন বছর পর শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় সিদ্ধিরগঞ্জ মীরপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম শেখ।
২০১২ সালে জুয়া খেলা কেন্দ্র করে ২৯ অক্টোবর রাতে কবির হোসেনকে হত্যা করেন তারই বন্ধুরা। পরে নিহত ব্যক্তির স্ত্রী লতা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
সেই মামলায় গ্রেফতার হলেন স্বপন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এএ