ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: মহ‍ানগর সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি স্বপনকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

হত্যার তিন বছর পর শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় সিদ্ধিরগঞ্জ মীরপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জান‍ান ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম শেখ।



২০১২ সালে জুয়া খেলা কেন্দ্র করে ২৯ অক্টোবর রাতে কবির হোসেনকে হত্যা করেন তারই বন্ধুরা। পরে নিহত ব্যক্তির স্ত্রী লতা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

সেই মামলায় গ্রেফতার হলেন স্বপন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।