ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

আইএফআরসি’র সেক্রেটারি ঢাকায় আসছেন রোববার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আইএফআরসি’র সেক্রেটারি ঢাকায় আসছেন রোববার

ঢাকা: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটিজ’র (আইএফআরসি) সেক্রেটারি জেনারেল EI Hadji Amadou Gueye Sy রোববার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সফরে আসছেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়াও বাংলাদেশে রেডক্রিসেন্ট সোসাইটি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ সময় সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. হাবিবে মিল্লাত এমপি, ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান ও মহাসচিব বিএমএম মোজাহারুল হক।

এদিন দুপুর সোয়া ১টায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও দুপুর আড়াইটায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিকেলে সংসদ ভবনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক ও সন্ধ্যায় জাতীয় সংসদের ড. স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন EI Hadji Amadou Gueye Sy ।

এছাড়াও সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর মঙ্গলবার(০১ মার্চ) রাতে ঢাকা ত্যাগ করবেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটিজ’র (আইএফআরসি) সেক্রেটারি জেনারেল।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।