ঢাকা: মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে নিউমার্কেট কাঁচা বাজারের নার্গিসের ভাঙাড়ি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় মেহেদী (২০) নামে এক যুবক মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ এ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিউমার্কেট থানার উপপরির্শক (এসআই) আমির সোহেল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কাঁচাবাজারের নার্গিসের দোকানে অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছিলেন। এদের মধ্যে ঘটনাস্থলেই আমজাদ(২৪) নামে এক যুবক মারা যান। আহত ৩ জনকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। ৪ জনই ওই দোকানে কাজ করতেন।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
পিসি
** রাজধানীতে অগ্নিকাণ্ডে নিহত ১ আহত ৩