ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নোয়াখালীর হাতিয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে ২ জন নিখোঁজ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বুধবার দুপুরে যাত্রীবাহী ট্রলার ডুবিতে মো. সেলিম ও আবদুল আলী নামে দুই ব্যক্তির মৃত্যু নিখোঁজ হয়েছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে হাতিয়ার রামচরণ ঘাট থেকে ঢালচর যাওয়ার সময় চরজাগলার কাছকাছি প্রচন্ড ঢেউয়ের তোড়ে একটি ট্রলার উল্টে যায়।

এ সময় ট্রলারটির ৩৫ জন যাত্রীর মধ্যে সেলিম ও আবদুল আলী ছাড়া বাকিরা সাঁতরে কূলে উঠতে সম হন। ধারণা করা হচ্ছে তাদের দু’জনেরই সলিল সমাধি ঘটেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরউদ্দিন ট্রলার ডুবির ঘটনা নিশ্চিত করে বলেন, ‘ওই ঘটনায় সেলিম ও আলী নামের দু’জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ’

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad