ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিদ্যুতের দাবিতে নাটোরে পিবিএস অফিস ঘেরাও: সড়ক অবরোধ, স্মারকরিপি প্রদান

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

নাটোর: বিদ্যুতের দাবিতে নাটোরের বনপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি অফিস (পিবিএস) ঘেরাও এবং নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ জনতা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার বিক্ষুব্ধ কৃষক ও এলাকাবাসী পিবিএস-২-এর প্রধান কার্যালয় ঘেরাও করে রাখে।



একই দাবিতে বেলা ২টার দিকে নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং দুপুর ১২টায় বড়াইগ্রাম উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাছিমা খানমের কাছে স্মারকলিপি দেন স্থানীয় চালকল মালিকরা।

এছাড়া সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার রাজাপুরে নাটোর-পাবনা মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবোরধ করে রাখেন এলাকাবাসী। পরে ওই সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অধ্যাপক আব্দুল কুদ্দুস বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘যতো দ্রুত সম্ভব বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। ’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে পিবিএস ঘেরাও ও স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।