ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৫০ হাজার মে. টন গম এবং ৩০ হাজার মে. টন চাল ক্রয়ের সিদ্ধান্ত

এমএকে জিলানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
৫০ হাজার মে. টন গম এবং ৩০ হাজার মে. টন চাল ক্রয়ের সিদ্ধান্ত

ঢাকা: আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম এবং ৩০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল (নন-বাসমতি) কেনার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সচিব বরুণ দেব মিত্র স্বাক্ষরিত একটি চিঠি বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে চাল ও গম কেনার চুড়ান্ত অনুমোদন চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি নিশ্চিত হয়েছে।

জানা গেছে, ২০১০-১১ অর্থ বছরের খাদ্য বাজেটে সাড়ে সাত লাখ মেট্রিক টন গম ও তিন লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যমাত্রা অর্জনে প্যাকেজ-সাত এর আওতায় পঞ্চাশ হাজার মেট্রিক টন গম এবং প্রাকেজ- তিন এর আওতায় ত্রিশ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে খাদ্য অধিদপ্তর।

আমদানীর সিদ্ধান্ত নেওয়া গম সফট রেড উইনটার (এসআরডব্লিউ) জাতের এবং এতে প্রোটিনমাত্রা দশ শতাংশ।

প্রতি মেট্রিক টন ২৬৫ মার্কিন ডলার হিসেবে পঞ্চাশ হাজার মেট্রিক টন গম কিনতে ৯২ কোটি ২২ লাখ টাকা এবং মেট্রিক টন প্রতি ৪৫৯ দশমিক ২৭ মার্কিন ডলার হিসেবে ত্রিশ হাজার মেট্রিক টন চাল কিনতে ৯৫ কোটি ৮৯ লাখ ৫৫ হাজার ৭৬০ টাকা লাগবে।

চলতি অর্থ বছরের গম ও চাল কেনার বরাদ্দ থেকে এই অর্থ পাওয়া যাবে।

বাংলাদেশ সময় : ১৭৩০ ঘণ্টা, ১১ আগস্ট ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।