ঢাকা, শনিবার, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ মার্চ ২০২৪, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ স্কাউটসের লটারির ড্র স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
বাংলাদেশ স্কাউটসের লটারির ড্র স্থগিত

ঢাকা: বাংলাদেশ স্কাউটসের ১০ টাকায় ২৫ লাখ টাকা প্রথম পুরস্কারের লাটারির ড্র স্থগিত করা হয়েছে। বুধবার বিকেল তিনটায় এর ড্র অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও কোনো পূর্বাভাস ছাড়াই তা স্থগিত করা হয়।

 

বিকেলে ড্র’র ফলাফল জানতে স্কাউটস ভবনে অনেকেই ভিড় করে। সন্ধ্যায় স্কাউটস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্র স্থগিত হওয়ার কথা জানায়। তবে নতুন তারিখ জানানো হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ কর্মকর্তা দেলোয়ার হোসাইন জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও বাংলাদেশ স্কাউটস আয়োজিত লটারি ২০১০-এর ড্র অনুষ্ঠান ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে।

ড্র অনুষ্ঠান স্থগিত করতে সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে অনুমোদন নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ড্রয়ের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।    

লটারিতে ৪৪ লাখ ৫০ হাজার টাকার ৬৬২টি পুরস্কার দেওয়ার কথা। প্রথম পুরস্কার ২৫ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার (একটি) পাঁচ লাখ টাকা, তৃতীয় পুরস্কার (দুইটি) প্রতিটি এক লাখ টাকা করে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১১ আগস্ট ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।