ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে জেএমবি’র নারী সদস্যের জামিন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

গাজীপুর: গাজীপুর বিশেষ ট্রাইবুনাল-২নং আদালতে মঙ্গলবার জামিন পাওয়া জেএমবি’র নারী সদস্য হোসনে আরা ওরফে স্বপ্নার জামিন বুধবার একই  আদলত বাতিল করেছেন। জামিনের সময় আদালতের বিচারক মো. মঈন উদ্দীন ইসলামের  দেওয়া শর্ত ( টার্মস এন্ড কন্ডিশন) পূরণ না হওয়ায়  ও নির্ধারিত সময়ে বেলবন্ড জমা না দেওয়ায় ওই জামিন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের এপিপি মো. মাহবুবুল আলম।

গাজীপুর আদালত পরিদর্শক রবিউল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ওই জামিন বাতিলের জন্য রাষ্ট্র্রপ থেকে  বুধবার সকালে গাজীপুরের এপিপি মো. মাহবুবুল আলম  একই আদালতে আবেদন করেছিলেন। স্বপ্নার স্বামী এনায়েত উল্যাহ জেএমবি’ শীর্ষ নেতাদের একজন । তিনিও গ্রেপ্তারের পর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২০ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।