ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে জনতার গণপিটুনিতে ৬ ডাকাত নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

গাজীপুর: গাজীপুরে ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী হাতে ছয় ডাকাত নিহত হয়েছে। জেলার শ্রীপুর উপজেলার ছাতিরবাজার এলাকায় বুধবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।



নিহত ডাকাতদের মধ্যে একজনের নাম হাদিকুল ইসলাম বলে জানা গেছে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রীপুর শিশুপল্লীর সামনে থেকে সন্দেহভাজন আরও চার যুবককে আটক করে।  
আকটকৃতরা হলেন শামীম (২৪) আনোয়ার হোসেন (২২) আজিজুল (১৮) ও সোহেল (২০)।

শ্রীপুর থানার এসআই রাহাত খান জানান, ডাকাতরা সিএনজি যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন টিপিরবাড়ি সড়ক দিয়ে যাচ্ছিল। সিএনজির গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় বাসিন্দারা থামতে বললে ডাকাতরা গুলি ছোঁড়ে। এ সময় আবুল হোসেন নামের স্থানীয় এক যুবক গুলিবিদ্ধ হন। খবরটি ছড়িয়ে পড়লে ছাতরবাজার নামক স্থানে জনতা সিএনজিটি থামিয়ে ছয় ডাকাতকে আটক করে। এক পর্যায়ে জনতার পিটুনিতে তারা মারা যায়। পুলিশ লাশ থানায় নিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।