ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে গণপিটুনিতে নিহত ৬ ডাকাতের ৪ জনের পরিচয় মিলেছে, থানায় ৩ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
গাজীপুরে গণপিটুনিতে নিহত ৬ ডাকাতের ৪ জনের পরিচয় মিলেছে, থানায় ৩ মামলা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাতির বাজার এলাকায় বুববার রাতে গণপিটুনিতে নিহত ছয় ডাকাতের চারজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন তিন মাস আগে অবসর নেওয়া সেনা ও র‌্যাব সদস্য ময়মনসিংহের গফরগাঁও থানার মশাখালী গ্রামের হাফিজুর রহমান (৩৫), গাজীপুরেরর শ্রীপুর উপজেলার ছাতির বাজার এলাকার হাদিকুল ইসলাম (৩৬), ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকার সাইফুল (৩০) ও মোমেন (৩২) ।

নিহত অপর দুই ডাকাতের পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার ওসি নাজমুল হক ভুঁইয়া বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ওই ঘটনায় এসআই রাহাত খান বাদি হয়ে বৃহস্পতিবার সকালে থানায় তিনটি মামলা দায়ের করেছেন। নিহতদের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। ’

তিনি জানান, নিহতরা সবাই পেশাদার ডাকাত ছিলেন। এছাড়া ডাকাত সন্দেহে আটক চার যুবক থানা হাজতে রয়েছেন বলে জানান ওসি।

উল্লেখ্য, গাজীপুরে ডাকাতির প্রস্তুতির সময় বুধবার রাত সোয়া আটটার দিকে এলাকাবাসীর হাতে ছয় ডাকাত নিহত হন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad