ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার অাশুগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের চাপায় মিলন মিয়া (২৭) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।
তিনি কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার ওয়াহেদ অালীর ছেলে।
শনিবার (২৯ অক্টোবর) ভোরে অাশুগঞ্জের রওশন অারা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, ভোরে মহাসড়ক পার হচ্ছিলেন মিলন। এসময় বেপরোয়া গতির প্রাইভেটকারটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর প্রাইভেটকারসহ ফয়সাল মিয়া নামে এক ব্যক্তিকে অাটক করা হয়। এসময় ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা পাওয়া যায়।
ওসি অারো জানান, অাটক ফয়সালের বাড়ি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের অাব্দুল্লাহপুর গ্রামে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসআই