ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় ঢাকা কলেজের শিক্ষার্থীসহ আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
বাসের ধাক্কায় ঢাকা কলেজের শিক্ষার্থীসহ আহত ২

ঢাকা: রাজধানীতে বাসের ধাক্কায় ঢাকা কলেজের শিক্ষার্থী বাবুলসহ (২৪) দুইজন আহত হয়েছেন। আহত অপরজন হলেন টেংকু মিয়া।

আহত দু’জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৯ অক্টোবর) সকালে ৮টার দিকে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বাংলানিউজকে এ তথ্য জানান।

আহত বাবুল ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে। আহত অপরজন টেংকু মিয়ার বাড়ি ও তার বয়স সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

ওসি নুরে আলম পথচারীদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, সকালে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের সামনের ফুটপাত দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন বাবুল। এ সময় শুভযাত্রা পরিবহনের একটি বাস ফুটপাতের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে বাবুলের হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় টেংকু নামে আরেকজন আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাসটিকে আটক করেছে, বাসচালক ও হেলপার পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এজেএস/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।