ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নার্গিসের মাথায়, হাতে অস্ত্রোপচার করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
নার্গিসের মাথায়, হাতে অস্ত্রোপচার করা হবে

ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিসের মাথার ডান পাশে ও বাম হাতে অস্ত্রোপচার করা হবে। এ নিয়ে টানা কয়েক দফায় তার অস্ত্রোপচার হতে যাচ্ছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানান নার্গিসের বাবা মাসুক মিয়া।

তিনি বাংলানিউজকে বলেন, আগামী ৩ সপ্তাহ পর নার্গিসের মাথার ডান পাশে আর বাম হাতে অস্ত্রোপচার করার কথা জানিয়েছেন চিকিৎসকরা। নার্গিসকে ১১২৬ নম্বর কেবিনে রাখা হয়েছে।

তিনি বলেন, সকালে নার্গিসকে ব্রেড, জেলি, ডিম আর দুধ খাওয়ানো হয়েছে। সে ধীরে ধীরে ‍সুস্থ হচ্ছে।

বাবা মাসুক মিয়া আরও বলেন, আমি দেশের বাহিরে নেওয়ার কথা বেলেছিলাম; চিকিৎসকরা বলেছেন- প্রয়োজন হবে না।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।