ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পপুলারে নারীর ভিডিও ধারণের চেষ্টার সময় কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
পপুলারে নারীর ভিডিও ধারণের চেষ্টার সময় কর্মী আটক

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এক নারীর ভিডিও ধারণের চেষ্টার সময় প্রতিষ্ঠানটির এক কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, যে নারীর ভিডিও ধারণের চেষ্টা করা হয়েছে তিনি একজন রোগী। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে এক পর্যায়ে টয়লেটে ঢুকলে পপুলারের ওই কর্মী বাইরে থেকে ভিডিও ধারণের চেষ্টা করেন। এ অভিযোগে তাকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ওই কর্মীর পরিচয় জানাতে পারেননি ওসি।

বাংলদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
পিএম/টিআই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।