ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এক নারীর ভিডিও ধারণের চেষ্টার সময় প্রতিষ্ঠানটির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, যে নারীর ভিডিও ধারণের চেষ্টা করা হয়েছে তিনি একজন রোগী। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে এক পর্যায়ে টয়লেটে ঢুকলে পপুলারের ওই কর্মী বাইরে থেকে ভিডিও ধারণের চেষ্টা করেন। এ অভিযোগে তাকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে ওই কর্মীর পরিচয় জানাতে পারেননি ওসি।
বাংলদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
পিএম/টিআই/এএ