বগুড়া: বগুড়ার শেরপুর পৌরশহরের মজিবর রহমান গার্লস স্কুল মার্কেটের দুই ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে প্রায় সাড়ে তিনলাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতের পর কোনো এক সময় এ ঘটনা ঘটে।
শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে মেসার্স মিলন ট্রেডার্সের স্বত্বাধিকারী রেজাউল হক মিলন বাংলানিউজকে জানান, উপজেলা পরিষদের পূর্বে ঢাকা-বগুড়া মহাসড়ক ঘেঁষে মার্কেটটির অবস্থান। প্রতিদিনের মতো তিনি ও তার পাশের ব্যবসা প্রতিষ্ঠান স্টার এন্টারপ্রাইজ সন্ধ্যার পর বন্ধ করে বাসায় চলে যান। শনিবার সকালে এসে দেখেন তাদের দোকানের শাটার খোলা।
তিনি আরও জানান, তার দোকান থেকে ২০টি গ্যাসের সিলিন্ডার ও ৭টি গ্যাসের চুলাসহ বেশ কিছু নগদ টাকা লুটে নেওয়া হয়েছে।
অপরদিকে ব্যবসায়ী তৌহিদের মালিকানাধীন স্টার এন্টারপ্রাইজের তালা ভেঙে শাটার খুলে দুর্বৃত্তরা ৯টি এলইডি টেলিভিশনসহ নগদ টাকা লুটে নেয়।
ক্ষতিগ্রস্তরা ঘটনাটি পুলিশকে অবহিত করেছেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমবিএইচ/জিপি/এএ