ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৫০০ যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৫০০ যানবাহন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: পদ্মা নদীতে নাব্যতা সংকট প্রকট হওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে ফেরি পারাপারে অতিরিক্তি সময় লাগায় ঘাটে তৈরি হচ্ছে যানজট।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত রুটের শিমুলিয়া প্রান্তে যাত্রীবাহী বাসসহ মালবাহী ট্রাক ও ছোট যান মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে ঘাট সূত্র।

বর্তমানে এ রুটে ১০টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো ফুল লোড নিয়ে চলতে না পারায় ভোগান্তি বাড়ছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি বাংলানিউজকে জানান, নাব্যতা সংকটের কারণে ফেরিগুলো সাবধানে চালাতে হচ্ছে। এরই মধ্যে পাঁচটি ফেরি নষ্ট হয়ে গেছে। ড্রেজিং করা হলে কোনো সুফল মিলছে না।

তবে পারের অপেক্ষায় থাকা গাড়িগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বশি। তাই যাত্রীবাহী বাস অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।