ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গরুবোঝাই ট্রাক লুট, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
বগুড়ায় গরুবোঝাই ট্রাক লুট, আহত ৫

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে গরুবোঝাই ট্রাক লুটে নিয়েছে সশস্ত্র ডাকাতদল। এছাড়া ডাকাতদলের মারপিটে গরুর ব্যাপারী, ট্রাকের চালক, হেলপারসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ব্যাপারী কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা শান্ত মিয়া ও শরীফ বাংলানিউজকে বলেন, ২৮ অক্টোবর (শুক্রবার) দিনাজপুরের রামবাড়ী হাট থেকে তারা প্রায় সাড়ে ১২ লাখ টাকা দিয়ে ২৫টি গরু কিনেন। পথিমধ্যে ১৫-২০ জনের ডাকাত দল হামলা চালায়। তারা গরু ও ট্রাক সবই নিয়ে পালিয়ে যায়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ট্রাকটি উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের ধরতে জোর চেষ্টা চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমবিএইচ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।