গাজীপুর: ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (ডিকেআইবি) হর্টিকালচার, নাটা, বীজ প্রত্যয়ন এজেন্সি ও এটিআই ইউনিটের নতুন নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুরের বীজ প্রত্যয়ন এজেন্সির (সার্ডি) প্রশিক্ষণ হলে ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্বাহী কমিটির নতুন সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডিকেআইবি-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ টি এম আবুল কাশেম।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মো. আব্দুর রাশেদ খান। এ সময় কেন্দ্রীয় কমিটির ডেপুটি চেয়ারপারসন মো. ফিরোজ আক্তার, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, সহ-সভাপতি (সংস্থা) ফকির মো. বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক (সংস্থা) সোহেল মোহাম্মদ সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।
১১ সদস্যের এ কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবজাল হোসেন।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরএস/এমএ