মাগুরা: জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় একটি র্যালি বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় ঘুরে স্থানীয় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়।
এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান চপল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জনান।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
বিএসকে/পিসি