ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের অপমান সহ্য করতে না পেরে মেয়ের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
মায়ের অপমান সহ্য করতে না পেরে মেয়ের আত্মহত্যা

ঢাকা: সমিতির কিস্তির টাকা দিতে ব্যর্থ হলে মাকে অপমান করায় মেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী ওই কলেজ ছাত্রীর নাম মিতু রানি ভৌমিক (১৮)।

তিনি স্থানীয় কলেজে পড়তেন।  

শনিবার (২৯ অক্টোবর) নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার স্বাধীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিতুর বাবার নাম ঠাকুর দাস ভৌমিক।

মিতুর মা কাজল রানি ভৌমিক বাংলানিউজকে জানান, ছয়মাস আগে স্থানীয় একটি সমিতির কাছ থেকে তিনি ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। শনিবার সকালে সমিতির লোকজন বাড়িতে এসে কিস্তির টাকা চান। কিস্তির টাকা দিতে না পারায় তারা তাকে অপমান-অপদস্ত ও হুমকি-ধামকি করেন। ‘প্রয়োজনে রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে’ হলেও আজকের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করতে হবে বলে তাকে শাসিয়ে যান সমিতির লোকজন।

মেয়ের সামনে মাকে এমন অপমান সহ্য করতে না পেরে ক্ষোভে-অভিমানে মিতু রানি ঘরে থাকা বিষের বোতল নিয়ে বিষপান করেন। পরক্ষণেই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা সোয়‍া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মিতুর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।