বরিশাল: দিনাজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণকারী সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এ মানববন্ধনের আয়োজন করে।
জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা শাখার দপ্তর সম্পাদক মামুন হোসেন, হাসিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা ধর্ষক সাইফুলের কঠোর শাস্তি দাবি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখে দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমএস/এসআর