মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম ওরফে ওদলা সেলিম (৪৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতে শহরের মধ্যকোর্টগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মুন্সীগঞ্জ ডিবির ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওদলা সেলিমের বাড়িতে অভিযান চালায় ডিবি। এসময় বিদেশি রিভলবার, এক নলা বন্দুক, ২টি চাইনিজ কুড়াল, ৩০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আরবি/পিসি