সিলেট: সিলেট সীমান্ত এলাকা সোনাপুর ও কুরুং থেকে আতশবাজি ও ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৯ অক্টোবর) ভোরে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে আনা চালান দু’টি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সকালে জকিগঞ্জ উপজেলার সোনাপুর থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যের আতশবাজি উদ্ধার করেছে বিজিবি ৪১ ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন সোনাপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথ। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা কুরুং এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল জব্দ করে। যার অনুমানিক মূল্য ১ লাখ ৬ হাজার ৮শ’ টাকা। অভিযানে নেতৃত্ব দেন উৎমা ফাঁড়ির হাবিলদার জমসেন আলী।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এনইউ/এটি