ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
সাভারে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

সাভার (ঢাকা): ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠেছে সাভারের সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে। এ ঘটনায় ওই হাসপাতালে ভাঙচুর চেষ্টাও চালিয়েছেন মৃত গৃহবধূর স্বজনরা।

শনিবার (২৯ অক্টোবর) সকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনদের অভিযোগ, শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত গভীর রাতে প্রসব ব্যাথা উঠলে সাভারের সাধাপুরের গোপেরবাড়ি এলাকার রাজমিস্ত্রি সানা উল্লাহর স্ত্রী মমতাজ বেগমকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সকালে ওই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি মেয়ে সন্তান হয়। কিন্তু ওই গৃহবধ‍ূর জ্ঞান ফেরেনি। পরে এক পর্যায়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

খবর পেয়ে সেন্ট্রাল হাসপাতালে জড়ো হন ওই গৃহবধূর স্বজনরা। এক পর্যায়ে সেখানে ভাঙচুর করার চেষ্টা করেন তারা। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গৃহবধ‍ূর স্বামী সানা উল্লাহ বাংলানিউজকে বলেন, ‘কয়েকজন নারী দালালের পরামর্শে তার স্ত্রীকে এ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা ভুলে তার স্ত্রীর পেটের রক্ত নালীর রগ কেটে ফেলেন। এ জন্যেই তার মৃত্যু হয়েছে। ’

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান।
তিনি বলেন, ঘটনাটি সত্য প্রমাণিত হলে ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মৃত ওই গৃহবধূর গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুড়ি গ্রামে। তার আরও দু’টি সন্তান রয়েছে।
তবে এ ঘটনায় সাভার মডেল থানায় এখনও কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।