ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে পাচারকালে ১০ টাকার ৩০ বস্তা চাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
ফুলপুরে পাচারকালে ১০ টাকার ৩০ বস্তা চাল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলার একটি ইউনিয়ন থেকে পাচারের সময় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা দরের ৩০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার রূপসী ইউনিয়ন থেকে এ চাল জব্দ করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিনগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার রূপসী ইউনিয়ন পরিষদ থেকে হতদরিদ্রদের ১০ টাকা কেজির চাল ট্রলিতে ভরে পাচার হচ্ছিল, এমন খবর পান মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন ও মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী।

পরে স্থানীয়দের সহায়তায় তারা ট্রলিসহ ড্রাইভার মজিদুল ইসলামকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ট্রলিসহ জব্দকৃত চাল থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।